জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নিউজ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নিউজ

★করোনার প্রভাব কমলেই যাদের ক্লাস ছাড়াই পরিক্ষা হতে পারেঃ
১। ডিগ্রি সেকেন্ড ইয়ার পরিক্ষা।
২। ডিগ্রি ফাইনাল ইয়ার ক্লাস হবেনা সরাসরি ফর্ম ফিলাপ শুরু হবে।
৩। অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস হবেনা সরাসরি ফর্ম ফিলাপ।
৪। অনার্স ফাইনাল ইয়ারের বাকি পরীক্ষা হবে।
৫। মাষ্টার্স প্রিলি (১৭-১৮) সেশনের ফর্ম ফিলাপ শুরু হবে।
৬। মাষ্টার্স ফাইনাল ইয়ার দের পরীক্ষা শুরু হবে।
বিশেষ দ্রষ্টব্য যারা ফলাফল প্রার্থী যাদের ফলাফল বর্তমান পরিস্থিতিতে হচ্ছেনা তাদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেই যেকোনো সময় দিয়ে দিবে।।।।
কাজেই সবাই ফ্রি সময়ে ঘরে বসে না থেকে পড়াশোনা করেন,, আর জাতীয়বিশ্ববিদ্যালয়ের সারপ্রাইজ এর অপেক্ষায় থাকুন।।।
আর আমার সাজেশন গুলা সংগ্রহ করুন 😔😔

Post a Comment

abccduk@gmail.com

Previous Post Next Post